এম এ খালেক খান :
আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন PACE প্রকল্পের আওতায় কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন বিষয়ক উপ-প্রকল্পের উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। বগুড়ার বনানীর গ্রাম উন্নয়ন কর্ম গাক এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৩ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন সংস্থার সিনিয়র পরিচালক ডক্টর মোঃ মাহবুব আলম। চেক বিতরণ অনুষ্ঠানে গাকের পরিচালক প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা মোঃ হুমায়ন খালেদ,পরিচালক মনিটরিং এন্ড রিভিউ হজকিল মোঃ আবু হাসান, সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ জিয়া উদ্দিন সরদার, এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বগুড়ার কৃষি যান্ত্রিকীকরণ খাতের ৭ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে শোভন কর্ম পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রকল্প হতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় সংস্থার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সুবিধা ভোগী সদস্য,নানা পেশার মানুষ,এনজিও কর্মী, উদ্যোক্তা প্রনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।