এম এ খালেক খান :
পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাবেক জেনারেল সেক্রেটারি (জিএস) মোঃ শফি আহমেদের ৩২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ অক্টোবর সন্ধ্যায় ক্লাবের ভিআইপি লাউঞ্জ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভা শুরুতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোঃ শফি আহমেদের স্মৃতি বিজরিত কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, কার্যকারী সদস্য আলহাজ্ব রাজিউর রহমান রুমি ও সদস্য মনিরুজ্জামান শিপন প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম হাফেজ মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সদস্য, অন্যান্য সাংবাদিক, নানা শ্রেণির মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহকারীগন উপস্থিত ছিলেন।