Tuesday, February 27, 2024
Homeদেশ-জুড়েপাবনা ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ 

পাবনা ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ 

এম এ খালেক খান  :
পাবনায় অবস্থিত দেশসেরা মাদ্রাসা,পাবনা ইসলামিয়া মাদরাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবকদের বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ ডিসেম্বর ইসলামীয়া মাদ্রাসার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। পাবনা ইসলামিয়া মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্যে নানা  পরামর্শ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালি,পাবনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আশরাফ প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মোঃ ইব্রাহিম খলিল আইনুল, মোঃ বদিউজ্জামান, মোঃ মামুন হোসেন ও মোঃ আল মনসুর প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামীয়া মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোঃ আশরাফুল আলম হেলাল ও মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ প্রমুখ। সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দ্যেশে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন স্বাগত বক্তব্য দেন। মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ  আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পাবনা ইসলামিয়া মাদ্রাসা এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে মাহবুবুর রহমান । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে ষষ্ঠ স্থান অধিকারী ৭২ জন ও মাদ্রাসায় শতভাগ উপস্থিতির জন্য ২৭৫ জন শিক্ষার্থীর মধ্যে  পুরস্কার বিতরণ করা হয়। সমাবেশ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular