পাবনার পাটোয়া গ্রামের তরুন শিল্পোদ্যোক্তা রফিকুলের ইন্তেকাল
এম এ খালেক খান :
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের বাসিন্দা মরহুম মহির উদ্দিন বিশ্বাসের ৪র্থ ছেলে
তরুণ শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী, তরুন সমাজসেবক, দানশীল ও পরোপকারী ব্যক্তিত্ব মোঃ রফিকুল ইসলাম বকুল বিশ্বাস (৪৫) ঢাকার এভার কেয়ার হসপিটালে ২৬ অক্টোবর দিবাগত রাত ২-৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, মেয়ে রিফা, ছেলে রাফি, ৫ ভাই, ৪ বোনসহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ ২৭ অক্টোবর বাদ জুম্মা বেলা ২-৩০ মিনিটে দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাযায় বিভিন্ন এলাকার বহুসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান শরীক হয়। জানাযায় ইমামতি করেন আলহাজ্ব মাওলানা নিজাম উদ্দীন খান। তার মরদেহ পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া গোরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রফিকুলের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ আলীম মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সাবেক চেয়ারম্যান মোঃ মাজেদ আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মন্টু বিশ্বাস, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ রইচ উদ্দিন খান,সহকারী অধ্যাপক মোঃ হেদায়েতুল হক বিশ্বাস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ কুদ্দুস পন্ডিত, মোঃ বাবুল আক্তার বিশ্বাস, সমাজ সেবক মোঃ সুমন হোসেন, সার ব্যবসায়ী মোঃ আঃ মান্নান খান, মোঃ ছকির বিশ্বাস ও মোঃ বাচ্চু বিশ্বাস সহ এলাকার অসংখ্য মানুষ। তারা শোকার্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।