Thursday, November 30, 2023
Homeদেশ-জুড়েপাবনার ইছামতি নদী পুনরুজ্জীবিত করণে রাষ্ট্রপতির অবদান চীর স্মুরণীয় হয়ে থাকবে- অধ্যক্ষ...

পাবনার ইছামতি নদী পুনরুজ্জীবিত করণে রাষ্ট্রপতির অবদান চীর স্মুরণীয় হয়ে থাকবে- অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস

পাবনার ইছামতি নদী পুনরুজ্জীবিত করণে রাষ্ট্রপতির অবদান চীর স্মুরণীয় হয়ে থাকবে- অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস

এম এ খালেক খান : পাবনার বিশিষ্ট সমাজ সেবক, সাবেক উপজেলা চেয়ারম্যান, দুবলিয়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠাতা সভাপতি,পাবনা কলেজের প্রতিষ্ঠাতা,মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক পাবনার প্রস্তাবিব বে-সরকারি (মাস্ট ইউনিভার্সিটি) বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেছেন,পাবনা শহরের মধ্যে প্রবাহিত ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করণ প্রকল্প একনেকে পাশ হয়েছে। একাজে আন্তরিকভাবে চেষ্টা করেছেন আমাদের পাবনার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাস্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন । এ জন্য মহামান্য রাস্ট্রপতিকে পাবনা বাসির তথা আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আরো  কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। পাবানর উন্নয়নে তিনি ইছামতি নদী পুনুরজ্জীবিত করণে মেগা প্রজেক্ট একনেক বৈঠকে ৩১ অক্টোবর পাশ করেছেন। পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করণে ১৫৫৪ কোটি টাকার মেগা প্রজেক্ট একনেকের বৈঠকে পাশ হওয়ায় ৩১ অক্টোবর রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন মেগা প্রজেক্টটি সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য অবশ্যই সেনাবাহীন মাধ্যমে করা দরকার। তা না হলে প্রকল্পটি বাস্তবায়ন করা কঠিন হতে পারে। এর আগেও বহুবার টাকা বরাদ্দ হয়েছে এই ইছামতি নদী খননের জন্য বাস্তবে খনন হয়নি। পাবনার ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।

ইছামতি নদী উদ্ধার আন্দোল পাবনার পক্ষে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, সহ সভাপতি পূর্ণিমা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ডক্টর এম মনছুর আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক ও কৃষক লীগের সহসভাপতি আলহাজ মোঃ  হাবিবুর রহমান হাবিব। আলোচনা সভায় অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জেবুন্নেছা ববিন, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক হেলেনা খাতুন,তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর আল আমিন, প্রচার সম্পাদক শফিক আল কামাল, অর্থ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,সর্ব আন্দোলনকারী এন এ কলেজের অধ্যক্ষ অলমগীর হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক এস এম ফরিদ, অগ্রণী ব্যাংক লিঃ এর অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক নাসির উদ্দিন, নাটোর টিভিআই সুপারিনটেনডেন্ট ইঞ্জি: আবুল কালাম আজাদ,পাবনা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান, সেলিম

নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম,পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্টেক্টর ইঞ্জি. শাহ আলম, ননটেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর মিয়া রাজু, ইছামতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ আমিনুর রহমান খান, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার আব্দুল জব্বার, বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার,দৈনিক এ্যারোমনি প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মাহবুবুল আলম ফারুক,মানবাধিকার কর্মী ও শিক্ষক সাঈদ উল ইসলাম, বার্তা সংস্থা ইউএনএস‘র বার্তা সম্পাদক এস পারভেজ, দৈনিক সিনসা স্টাফ করুনা নাসরিন ও মেয়ে আইভি ইসলাম পিংকি, রিপোর্টার রবিউল ইসলাম রবি ও জহুরুল ইসলাম, কৃষিবিদ জাফর সাদেক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিউদ্দিন মিয়া বঙ্গবন্ধু পরিষদ পাবনা সদর উপজেলার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবীর হৃদয়, সহ সভাপতি মাসুদ হাসান রনি ও সদস্য নিলীমা, মা একাডেমীর পরিচালক সুমন আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলা ওয়াজেদ, জীবন বীমা কর্পোরেশনের ডিও কবি আজিজা পারভীন, কারীগরী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা পারভীন, কবি সালেহা ইমতিয়াজ, কবি মধুসূদন মজুমদার ও মেয়ে রাখী মজুমদার, বিং হিউম্যান বাংলাদেশের সভাপতি শোআইব আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম শিহাব, কনটেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি, মুশফিক মাহমুদ, মোঃ তানজিব, মোঃ সিয়াম, মাহমুদ আলী , মোঃ মিরাজ, মোঃ উচ্ছাস, মোঃ সমি,মোঃ ইব্রাহিম, মোঃ আফজান, পাবনা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের পক্ষে রুমা খাতুন,পাবিপ্রবি শিক্ষার্থী মাকসুদুল ইসলাম, শিক্ষার্থী রিতি ও তাসফিয়া হোসেন প্রমুখ। সভায় নানা শ্রেণির মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি, পাবনা প্রেস  ক্লাবের সাংবাদিক ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular