পাবনায় আঞ্জুমানের উদ্যোগে হুইলচেয়ার প্রদান
এম এ খালেক খান :
আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার উদ্যোগে ২৭ অক্টোবর আঞ্জুমান কমপ্লেক্স ভবনে একজন অসহায় শারিরীক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। আঞ্জুমানের কার্যকরী কমিটির সদস্য আলহাজ হারুন উর রশিদ এর আর্থিক সহযোগিতায় এ হুইল চেয়ারটি ক্রয় করা হয়। এর আগে শাখার ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আবুল মাসুদ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দোহা, কোষাধ্যক্ষ আলহাজ হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য সেখ মোঃ রেজাউল করিম হেনা, আলহাজ রইচ উদ্দিন, এস এম মাহবুব আলম,আলহাজ মোঃ ওয়ারেছ উদ্দিন, মোঃ মঞ্জুরুল হক রুনি ও আলহাজ রফিকুল ইসলাম সেলিম প্রমুখ। সভায় শাখার ভাইস চেয়ারম্যান আলহাজ সামসুর রহমান মানিকের আশুরোগমুক্তি কামনাসহ শাখার সকল সদস্যর জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাখার কার্যকরী সদস্য আলহাজ্ মাওঃ মোঃ ইউনুস আলী খান।