Padma Jamuna News Agency

নাটোরে টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটে মতবিনিময় অনুষ্ঠিত

এম এ খালেক খান :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের অধীন টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত নাটোর টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক দের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা ২৬ জুলাই নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।আলোচনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবু হান্নান উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন একাডেমিক কো-অর্ডিনেটর ও রেজিস্ট্রার মোঃ আমিরুল ইসলাম,ইলেক্ট্রক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ পাপন আলী,টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ আলহাজ হোসেন ও আর এস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামিম উদ্দিন প্রমুখ।এ সময় আরোও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের সকল বিভাগের শিক্ষক মন্ডলী। আলোচনায় প্রতিষ্ঠানের একাডেমিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রতিষ্ঠানে লেখা পড়ার মান উন্নয়নে অভিভাবকদের একনিষ্ঠ ভুমিকা পালনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ খবর রাখার প্রতি অধ্যক্ষ আশা প্রকাশ করেন।আলোচনায় অভিভাবকদের পক্ষ হতে বলা হয় তারা এই প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী ভর্তি কার্যক্রমে অগ্রনী ভুমিকা পালন করবেন।সবশেষে অধ্যক্ষ তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।আলোচনা সভায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক, কর্মকর্তা,কর্মচারী,এলাকার গন্যমান্য ব্যক্তি,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *