Friday, December 1, 2023
Homeদেশ-জুড়েঢাকার পল্টনে সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত 

ঢাকার পল্টনে সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত 

এম এ খালেক খান :
রাজধানী ঢাকার পল্টনে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সন্ত্রাস ও মাদক বিরোধী সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বহু প্রতিভার অধিকারী, প্রজ্ঞাবান, বিশিষ্ট সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ডক্টর খান আসাদুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আজহারুল ইসলাম, জিটিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হালিম মৃধা ও দৈনিক বঙ্গজননীর সম্পাদক মোঃ কামরুজ্জামান জিয়া প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক নেতা, বিএফইউজে-এর কোষাধ্যক্ষ মোঃ খায়রুজ্জামান কামাল। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ক্যাট-এর সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ-এর সম্পাদক, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক আলী নিয়ামত। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ, বহুগন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular