ঠাকুরগাঁও জেলার জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ, গাছের চারা ও তালবীজ বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক, গাছের চারা ও তাল বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ -পরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও চেক, গাছের চারা ও তালবীজ বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আঃলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহনকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ, বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক,গাছের চারা ও তালবীজ বিতরণ করা হয়। আলোচনা সভা, গাছের চারা ও তাল বীজ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধা ভোগী সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক সদস্যদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।