বিশেষ প্রতিনিধি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা সদর উপজেলার গ্রমীন ব্যাংক দুবলিয়া পাবনা শাখা কর্তৃক আয়োজিত ব্যাংকের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দুবলিয়া শাখার, শাখা ব্যবস্থাপক মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের পাবনার অডিট কর্মকর্তা পিও মোঃ রবিউল হোসেন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম প্রমুখ। আলোচনায় অন্যদের মধ্যে দ্বিতীয় কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, অফিসার মোঃ সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, মোঃ এখলাসুর রহমান ও মোঃ আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন। ব্যাংকের সদস্যদের মধ্যে কেন্দ্র প্রধান মোছাঃ চায়না বেগম, মোছাঃ রহিমা খাতুন ও মোছাঃ জরিনা খাতুন প্রমুখ আলোচনায় অংশ নেয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের কালরাতে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দুবলিয়া গ্রামীণ ব্যাংক শাখার মাধ্যমে এ অঞ্চলের সদস্যদের মধ্যে ১৫ হাজার ফলোদ ও ১১ হাজার বনোজ গাছের চারা বিতরণের কাজ শুরু হয়েছে। এ সময় শাখার সকল কর্মকর্তা,কর্মচারী,এলাকার গন্যমান্য ব্যক্তি,সুবিধা ভোগী সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।