Thursday, November 30, 2023
Homeজাতীয়গাক ও ইউএনএফপিএ-বাংলাদেশ'র মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

গাক ও ইউএনএফপিএ-বাংলাদেশ’র মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর

বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরিষেবার উন্নয়নে ৪টি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কর্মকান্ড পরিচালনা করতে চুক্তিবদ্ধ হয়েছে ইউএএফপিএ বাংলাদেশ। ঢাকার গুলশানের একটি অভিযাত হোটেলে ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক), জ্যানাক্স হেলথ, ইমপ্যাক্ট হাব ঢাকা ও টগোমোগোর সাথে ইউএনএফপিএ বাংলাদেশ-এর মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বর্তমান যারা কিশোর-কিশোরী তাদের ভবিষ্যৎ আর্থিক ক্ষমতায়নে সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করবে এই চারটি সংস্থা। বেসরকারি খাতের সাথে সহযোগিতামূলক অংশীদারিত্বের ভিত্তিতে কার্য সম্পাদনের মাধ্যমে উদ্যোগটি একটি মাইলফলক স্পর্শ করেছে।সহযোগিতামূলক এই প্রচেষ্টার লক্ষ্য হলো নারী ফার্মাসিস্টদেরকে তাদের নিজস্ব ফার্মেসি স্থাপনের জন্য আর্থিক ভাবে ক্ষমতায়ন করা-যাতে করে নারীরা বিশেষ করে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও বাগেরহাট জেলার বস্তি ও শহরাঞ্চলে বসবাসকারী নারীরা মানসম্পন্ন যৌন ও প্রজনন স্বাস্থ্য তথ্য, কাউন্সেলিং এবং উন্নত রেফারেল পরিষেবা প্রদান করতে পারে।
চারটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনএফপি -এর প্রতিনিধিবৃন্দ ও বেসরকারি খাতের অংশীদাররা যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার প্রচার করার সময় ফার্মাসিস্ট এবং ওষুধ বিক্রেতাগণ যাতে ক্ষতিকারক ড্রাগ ক্রয়-বিক্রয় না হয় সে বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই উদ্যোগের ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য বিষয়ে পরামর্শের সুযোগ, সেবা পাওয়ার ক্ষেত্র তৈরি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির জন্য সঠিক ওষুধের ব্যবহারে মানসম্মত প্রেসক্রিপশন এবং ফার্মেসির মধ্যে পরিবার পরিকল্পনা নির্দেশিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে ফার্মেসি ব্যবসায় নারীদের অংশগ্রহন বৃদ্ধি করা, তাদেরকে যোগ্য এবং দক্ষ মহিলা ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলে তাদের নিজ নিজ এলাকায় প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানই এই প্রকল্পটির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে ইউএনএফপিএ প্রতিনিধি ক্রিস্টিন ব্লোখস তাদের ভূমিকা উল্লেখ করে আরমিনার মতো নারীদের উন্নয়নের দিকটি তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. আবু সাঈদ মোহাম্মদ হাসান, কমলাফুল ফামের্সীর তথ্য উপস্থাপন করেন তানিয়া তামান্না, বগুড়া থেকে নারী ফার্মাসিস্ট আরমিনা খাতুন, জেনাক্স হেলথের জাইম আহমেদ, টোগোমোগোর ডা. নাজমুল আরেফিন. ইমপ্যাক্ট হাব ঢাকার বিশ্বমিত্র চৌধুরী ও অনলাইনে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সিনিয়র পচিালক ডক্টর মোঃ মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশ-এর পক্ষে ক্রিশিনা ব্লকসুজ, চারটি বেসরকারি উন্নয়ন সংস্থার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,নানা পেশার মানুষ, বিভিন্ন এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES
Continue to the category

Most Popular