আনসার ভিডিপি’র মহাপরিচালকের মাদারীপুর ব্যাটালিয়ান আনসার পরিদর্শন
এম এ খালেক পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি, পিএইচডি ৮ আগস্ট মাদরীপুর জেলার কুলপদ্বি ২৫ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন ও মতবিনিময় করেন। মহাপরিচালক ২৫ আনসার ব্যাটালিয়নে পৌঁছালে ব্যাটালিয়ানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে ব্যাটালিয়ান কর্তৃক মহাপরিচালক কে গার্ড সালাম প্রদান করা হয়। পরবর্তীতে ২৫ আনসার ব্যাটালিয়নের অফিস কক্ষে মহাপরিচালক কে ব্যাটালিয়নের জনবল,স্হাপনা, ক্যাম্প, প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। ২৫ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোঃ আইয়ূব আলী তাঁকে ব্রিফিং প্রদান করেন। মহাপরিচালক দরবারে অংশগ্রহণ করেন। তিনি দরবারে উপস্থিত ব্যাটালিয়ন আনসারদের উদ্দেশ্যে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন তৃণমূলের এ সংগঠের কর্মকান্ডকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য ন্যায় নিষ্ঠার সাথে পালনের আহবান জানান। দরবার শেষে মহাপরিচালক ব্যাটালিয়নের অস্ত্রাগার ও বিভিন্ন স্হাপনা পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের,রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ২৫ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোঃ আইয়ুব আলী ও পরিচালক প্রশাসন জাহানারা আক্তার প্রমুখ।মহাপরিচালক ব্যাটালিয়ানের বিভিন্ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপ-পরিচালকগন ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।পরে মহাপরিচালক ২৫ আনসার ব্যাটালিয়ান চত্বরে বৃক্ষের চারা রোপন করেন।