এম এ খালেক পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর “আনসার ব্যাটালিয়ন আইন- ২০২৩” বিলটি মহান জাতীয় সংসদে পাশ হওয়ায় ৩ অক্টোবর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে রংপুর জেলার মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে বাদ-জুমা এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত মোনাজাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়। সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ও বাহিনী তথা দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি প্রার্থনা করা হয়। একই সাথে ১৯৭৫ সালের ০৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সরকারের ধারাবাহিকতা ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এই বাহিনী যেন মুক্তিযুদ্ধের মতো অগ্রনি ভুমিকা রাখতে পারে সেজন্যও মহান করুনাময়ের তৌফিক কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেন্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ ও জেলা আনসার ভিডিপি কর্মকর্তা,রেড ও জেলা কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী,ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, ভিডিপি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের সকল জেলা আনসার ভিডিপি কার্যালয় ও সকল ইউনিটেই এমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।